Chatmohar Govt. RCN & BSN Model Pilot High School

Chatmohar, Notun Bazar, Chatmohar, Pabna

নোটিশ তথ্য অধিকার, ২০০৯ এর আওতায় তথ্য প্রদানকারী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের জন্য নির্ধারিত ছক এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৩ এর ১ নভেম্বর,২০২৩ ও ৫ নভেম্বর,২০২৩ তারিখের পরীক্ষা অনিবার্য কারণবশত পরীক্ষা নিয়ণ্ত্রক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা স্থগিত ঘোষণা করেছেন। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সময়সূচি জানানো হবে। আগামী ১৫/১০/২০২৩ ইং রোজ রবিবার ১০ম শ্রেণির জীব বিজ্ঞান/ অর্থনীতি/ ব্যবসায় উদ্যোগ এবং ১০ম (ভোকেশনাল) পদার্থ-২ বিষয়ের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বীকৃতি নবায়ন

Welcome To Our School

আবুল কালাম মুহাম্মদ নূর-ই-মোরতজা

প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব)

মানুষের জীবন ও সমাজ চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয়। শিক্ষাই সুন্দরতম, উন্নতর জীবন ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। এজন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন।

সেই ক্ষেত্রে অতীতের ধারাবাহিক সাফল্যময় প্রতিষ্ঠান হিসেবে বিএসবি ফাউন্ডেশনের অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় প্রতিষ্ঠান হিসেবে নন্দিত হয়ে আছে।

সম্মানিত অভিভাবকদের চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চবিদ্যালয় অঙ্গনে আহ্বান জানাই, আপনার সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিন, যেখানে আপনার সন্তানের শিক্ষাকে নিবিড় পরিচর্যার সাথে নিশ্চিত করুন। আর উচ্চশিক্ষার পথকে সুগম করুন।

এই লক্ষকে বাস্তবায়নের জন্য চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চবিদ্যালয় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানাচ্ছি।